বিশ্বকাপে মাঠে নামার আগে বর্ষসেরার পুরস্কার বুঝে পেলেন কোহলি

3 months ago 44

বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। বয়স বেড়ে যাওয়ায় কোহলির সম্ভাব্য শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। আইপিএলের ধকল সামলে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তার। তবে নিজের প্রথম ম্যাচে ঠিকই মাঠে দেখা যাবে বিরাট কোহলিকে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আইসিসির পুরস্কার বুঝে পেলেন বিশ্বসেরা এই ক্রিকেটার। ২০২৩ সালে আইসিসির ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন কোহলি। দীর্ঘদিন পর সেই পুরস্কার পেলেন এই ডানহাতি ব্যাটার।

বিশ্বকাপ প্রস্তুতির জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছে ভারত। সেখানেই কোহলির হাতে বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি ও বিশেষ এক ক্যাপ পৌঁছে দেয় আইসিসি। সেটি পরে একটি ছবিও তুলেন তিনি।

২০২৩ সালটা দারুণ কেটেছিল কোহলির। ২৭টি ওয়ানডেতে ১৩৭৭ রান করেন ৭২.৪৭ গড়ে। যেখানে স্ট্রাইক রেট ছিল ৯৯। ছয়টি সেঞ্চুরির পাশাপাশি ৮টি অর্ধশতকও ছিল।

আরআর/আইএইচএস/

Read Entire Article