বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও এখনো টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত নয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে খেলতে যাবে কি না পাকিস্তান—এ কথা সরাসরি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। রোববার লাহোরে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের পরপরই জাতীয় দলের খেলোয়াড় ও হেড কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাকভি। বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, স্কোয়াড ঘোষণাকে অংশগ্রহণের চূড়ান্ত সবুজ সংকেত হিসেবে দেখা যাবে না। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নাকভি খেলোয়াড়দের পুরো প্রেক্ষাপট ব্যাখ্যা করেন—বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব নিয়ে। নাকভি খেলোয়াড়দের বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, আমরা সেটাই অনুসরণ করব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, তাহলে আমরা সেটাও মেনে নেব।’ বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, খেলোয়াড়রা নকভিকে বলেন— ‘আপনি ও

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও এখনো টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত নয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে খেলতে যাবে কি না পাকিস্তান—এ কথা সরাসরি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। রোববার লাহোরে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের পরপরই জাতীয় দলের খেলোয়াড় ও হেড কোচ মাইক হেসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নাকভি। বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, স্কোয়াড ঘোষণাকে অংশগ্রহণের চূড়ান্ত সবুজ সংকেত হিসেবে দেখা যাবে না। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নাকভি খেলোয়াড়দের পুরো প্রেক্ষাপট ব্যাখ্যা করেন—বিশেষ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত এবং এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব নিয়ে। নাকভি খেলোয়াড়দের বলেন, ‘আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে, আমরা সেটাই অনুসরণ করব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে, তাহলে আমরা সেটাও মেনে নেব।’ বৈঠকে উপস্থিত খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানান। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, খেলোয়াড়রা নকভিকে বলেন— ‘আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাতেই পাশে থাকব।’ এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথ বেছে নিতে পারে। নকভি আরও জানান, বাংলাদেশের ইস্যুতে পিসিবির অবস্থান কী এবং কেন তারা বিষয়টিকে ‘অন্যায্য’ হিসেবে দেখছে, সেটিও খেলোয়াড়দের সামনে তুলে ধরা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বাদ দেয়—এই সিদ্ধান্ত নিয়েও খেলোয়াড়দের অবহিত করা হয়। সব মিলিয়ে, পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা এখনো কাগজে-কলমে প্রস্তুত থাকলেও বাস্তবে তা ঝুলে আছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সরকারি সংকেত না আসা পর্যন্ত পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow