বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো তাসকিন

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। হাঁটুর চোটের কারণে তিনি টুর্নামেন্টের বাকি অংশ থেকেও ছিটকে যেতে পারেন। এ কারণে ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাসকিন খেলেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, ফিজিওর পরামর্শ অনুযায়ী আপাতত তাসকিনের খেলা সম্ভব নয়। তার হাঁটুতে সমস্যা থাকায় তাকে বিশ্রামে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষার জন্য মেডিকেল স্ক্যান করাতে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, তাসকিনের চোটটি গুরুতর নয় এবং এর আগেও একই ধরনের সমস্যার চিকিৎসা করা হয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে। তবে সামনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। যদি চোটের মাত্রা বেশি হয়, তাহলে তাসকিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হতে পারে। তাসকিন

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো তাসকিন

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। হাঁটুর চোটের কারণে তিনি টুর্নামেন্টের বাকি অংশ থেকেও ছিটকে যেতে পারেন। এ কারণে ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাসকিন খেলেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, ফিজিওর পরামর্শ অনুযায়ী আপাতত তাসকিনের খেলা সম্ভব নয়। তার হাঁটুতে সমস্যা থাকায় তাকে বিশ্রামে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষার জন্য মেডিকেল স্ক্যান করাতে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, তাসকিনের চোটটি গুরুতর নয় এবং এর আগেও একই ধরনের সমস্যার চিকিৎসা করা হয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে।

তবে সামনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। যদি চোটের মাত্রা বেশি হয়, তাহলে তাসকিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।

তাসকিন এই বিপিএলে পাঁচ ম্যাচে তিন উইকেট নিয়েছেন, কিন্তু তার ইকোনমি রেট কিছুটা বেশি (৯.৭৮)। এখনো তার ফেরার নির্দিষ্ট সময় জানা যায়নি। বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং সবাই আশা করছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন।

বাংলাদেশের অন্যতম ভরসা এই পেসারের দ্রুত সুস্থতার জন্য সব পক্ষই দোয়া করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow