বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

3 hours ago 5

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে কেনেডি সেন্টারে, যা মূলত একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং যেখানে ট্রাম্প নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগে ধারণা করা হয়েছিল লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠানটি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজিত হওয়ার সময় সেখানেই হয়েছিল ড্র। তবে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকে বেছে নিয়েছে আয়োজকরা।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ম্যাচ সংখ্যা হবে ১০৪, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, ‘১০৪টি সুপার বোলের সমান’।

ড্র অনুষ্ঠানের ঘোষণায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবেন।

ড্র অনুযায়ী, ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল যাবে নকআউট পর্বে।

ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফিও নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”

Read Entire Article