বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ

২০২৬ বিশ্বকাপের টিকিট–মূল্য প্রকাশের পর বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্টকে ঘিরে ফুটবল–উন্মাদনা চরমে থাকলেও, হঠাৎ কয়েকগুণ বেশি দাম দেখে অনেকেই বলছেন—“এটা সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” ফিফা যেসব ম্যাচে জাতীয় সমর্থকদের জন্য বরাদ্দ রাখে মাত্র ৮ শতাংশ টিকিট, সেই কোটা থেকেই জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে নতুন দাম। তাদের তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের টিকিটের মূল্য শুরু ১৮,০০০ টাকা (প্রায় $180) থেকে, গুরুত্বপূর্ণ ম্যাচে পৌঁছে তা ৭০,০০০ টাকার কাছাকাছি। আর ফাইনালের টিকিট? সর্বনিম্ন ৪,১৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৬৮,০০০ টাকার বেশি! ফিফা আগে দাবি করেছিল ৬,০০০ টাকার মতো (প্রায় $60) গ্রুপ পর্বের টিকিট পাওয়া যাবে—এখনকার চিত্র তার উল্টো। ইউরোপিয়ান সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (FSE) বলেছে, এই মূল্য তালিকা “অর্থহীন, অযৌক্তিক এবং সমর্থকদের প্রতি সরাসরি অবমাননা।” তাদের হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত নিজের দলের প্রতিটি ম্যাচ দেখতে একজন সমর্থককে খরচ করতে হবে প্রায় ৭ লাখ টাকা। কাতার বিশ্বকাপের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি। ইংল্যান্ড সাপোর্টার্স ট্র্

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ
২০২৬ বিশ্বকাপের টিকিট–মূল্য প্রকাশের পর বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্টকে ঘিরে ফুটবল–উন্মাদনা চরমে থাকলেও, হঠাৎ কয়েকগুণ বেশি দাম দেখে অনেকেই বলছেন—“এটা সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” ফিফা যেসব ম্যাচে জাতীয় সমর্থকদের জন্য বরাদ্দ রাখে মাত্র ৮ শতাংশ টিকিট, সেই কোটা থেকেই জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে নতুন দাম। তাদের তালিকা অনুযায়ী, গ্রুপ পর্বের টিকিটের মূল্য শুরু ১৮,০০০ টাকা (প্রায় $180) থেকে, গুরুত্বপূর্ণ ম্যাচে পৌঁছে তা ৭০,০০০ টাকার কাছাকাছি। আর ফাইনালের টিকিট? সর্বনিম্ন ৪,১৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৬৮,০০০ টাকার বেশি! ফিফা আগে দাবি করেছিল ৬,০০০ টাকার মতো (প্রায় $60) গ্রুপ পর্বের টিকিট পাওয়া যাবে—এখনকার চিত্র তার উল্টো। ইউরোপিয়ান সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (FSE) বলেছে, এই মূল্য তালিকা “অর্থহীন, অযৌক্তিক এবং সমর্থকদের প্রতি সরাসরি অবমাননা।” তাদের হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত নিজের দলের প্রতিটি ম্যাচ দেখতে একজন সমর্থককে খরচ করতে হবে প্রায় ৭ লাখ টাকা। কাতার বিশ্বকাপের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি। ইংল্যান্ড সাপোর্টার্স ট্র্যাভেল ক্লাবের তথ্যও একই রকম চিত্র দেখাচ্ছে—ইংল্যান্ডের সব ম্যাচ দেখতে মোট খরচ ৭ লাখ টাকার বেশি। এক বিবৃতিতে তারা বলেছে—“সাধারণ সমর্থকদের জন্য মূল্য ধ্বংসাত্মক। ‘সাপোর্টার ভ্যালু’ নামে যে ক্যাটাগরি দেখানো হয়েছে, সেটিই এক প্রকার ব্যঙ্গ।” মূল্য নির্ধারণে ‘অস্পষ্ট’ পদ্ধতি সমালোচকদের দাবির কেন্দ্রবিন্দু—ফিফা গ্রুপ ম্যাচগুলোর দামে একক মান বজায় রাখেনি। ম্যাচের সম্ভাব্য আকর্ষণ, জনপ্রিয় দল বা শহরের ভিত্তিতে দাম স্থির করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ফলাফল—বাংলাদেশসহ বিশ্বের সাধারণ দর্শকদের কাছে টিকিট প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। ফিফার নীরবতা এবং ক্রমবর্ধমান চাপ ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কিন্তু চাপ বাড়ছে দ্রুতই। FSE ইতিমধ্যে দাবি তুলেছে—টিকিট বিক্রি সাময়িক বন্ধ করে সমর্থক-বান্ধব নতুন মূল্য নির্ধারণ করতে হবে। এদিকে টিকিটের তৃতীয় ধাপের বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার। গ্রুপ ড্র শেষে এখন দর্শকরা নির্দিষ্ট ম্যাচ বেছে নিয়ে আবেদন করতে পারছেন। তবে আবেদন করলেই টিকিট নিশ্চয়তা নেই—র‍্যান্ডম সিলেকশন ড্র নির্ধারণ করবে ভাগ্য। টিকিটের অতীত দাম: কেমন ছিল? ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ: ২,৫০০–৪৭,০০০ টাকা ২০২২ কাতার বিশ্বকাপ: প্রায় ৭,০০০–১,৬০,০০০ টাকা ২০২৬ বিশ্বকাপ: গ্রুপ ম্যাচ ১৮,০০০–৭০,০০০ টাকা, ফাইনাল ৪,১৮,০০০–৮,৬৮,০০০ টাকা সবকিছু মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে পরিণত হচ্ছে—আর সেই বোঝা প্রথমেই পড়ছে সমর্থকদের কাঁধে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow