বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টা না পেরোতেই আবার পতনের মুখ দেখেছে সোনা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার বদলানো হয়েছে সোনার দাম। মূলত, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে দোলাচলের কারণেই এমন অস্থিরতা দেখা যাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। শনিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে আউন্সপ্রতি ৪ হাজার ২২৫ মার্কিন ডলার থেকে ৪ হাজার ১৯৭ দশমিক ৮৭ মার্কিন ডলারে নেমে গেছে সোনার দাম।  অন্যদিকে, দেশের বাজারে সবশেষ বুধবারের (৩ ডিসেম্বর) পর আর নতুন করে সোনার দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম বর্তমানে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি

বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টা না পেরোতেই আবার পতনের মুখ দেখেছে সোনা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৩ বার বদলানো হয়েছে সোনার দাম। মূলত, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে দোলাচলের কারণেই এমন অস্থিরতা দেখা যাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

শনিবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে আউন্সপ্রতি ৪ হাজার ২২৫ মার্কিন ডলার থেকে ৪ হাজার ১৯৭ দশমিক ৮৭ মার্কিন ডলারে নেমে গেছে সোনার দাম। 

অন্যদিকে, দেশের বাজারে সবশেষ বুধবারের (৩ ডিসেম্বর) পর আর নতুন করে সোনার দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম বর্তমানে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম; যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৬ বার, আর কমানো হয়েছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow