বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

1 week ago 10

ডলারের দরপতনে শুক্রবার (১৫ আগস্ট) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদক মূল্যসূচক (পিপিআই) বেড়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের বড় ধরনের (৫০ বেসিস পয়েন্ট) সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে।

শুক্রবার স্পট গোল্ডের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৩৪৮ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৩৯৪ দশমিক ৩০ ডলার।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে পিপিআই বেড়েছে বার্ষিক হিসেবে ৩ দশমিক ৩ শতাংশ, যা পূর্বাভাসের (২ দশমিক ৫ শতাংশ) চেয়ে বেশি। সাপ্তাহিক বেকারভাতা আবেদনও প্রত্যাশার চেয়ে কম ছিল। যদিও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুলাইয়ে সামান্য বেড়েছে, যা সুদের হার কমানোর আশা জাগায়; কিন্তু উচ্চ পিপিআই ডেটা ফেডের নীতি শিথিলের গতি কমাতে পারে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, যদি পাইকারি দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে এবং সিপিআইতে প্রভাব ফেলে, তাহলে সুদ কমানোর প্রত্যাশা আরও কমে যাবে, যা স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

ডলার সূচক দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।

অন্য ধাতুর মধ্যে, স্পট সিলভারের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৮ দশমিক শূন্য ৫ ডলার, প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫২ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ১৪৩ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।

সূত্র : রয়টার্স
 

Read Entire Article