বিশ্ববাজারে টানা বাড়ার পর গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দামে পতন হয়। দাম ৫ শতাংশের বেশি কমে গিয়েছিল। এক দিন না যেতেই আজ বুধবার (২২ অক্টোবর) আবারও দাম বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, চলতি সপ্তাহের শুরুতে বড় পতনের পর বুধবার সোনার দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে, যা বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহী করেছে। বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৩৭ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে।
একই সময়ে ডিসেম্বরের জন্য ইউএস গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।
সপ্তাহের শুরুতে ৫ দশমিক ৩ শতাংশ কমেছিল স্বর্ণের দাম, যা ২০২০ সালের আগস্টের পর থেকে সবচেয়ে বড় দৈনিক পতন। ওই সময় সোনার দাম ৪ হাজার ০০৩ দশমিক ৩৯ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল।
বাজার বিশ্লেষক রোনা ও’কনেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই সংশোধন প্রয়োজন ছিল, কারণ বাজার অনেক বেশি ক্রয় করা হয়েছিল। বাজারের অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশার কারণে বিনিয়োগকারীরা এই দাম কমাকে নতুন করে কেনার সুযোগ হিসেবে দেখছেন।
এ ছাড়া শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনের দিকেও বিনিয়োগকারীরা নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে।
রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪৮ দশমিক ৮৪ ডলারে উঠেছে। এর আগে মঙ্গলবার ৭ দশমিক ১ শতাংশ পতন হয়েছিল।

2 weeks ago
15









English (US) ·