বিশ্ববিদ্যালয়ের গবেষণার অবদান নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ সচিব

সরকারি নীতিনির্ধারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কার্যকর অবদান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, “রিসার্চকে ল্যাব পর্যায় থেকে বাস্তব প্রয়োগ ও বাজার পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেন সরাসরি সরকারের নীতি প্রণয়নে সহায়তা করে।” বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র‌্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সচিব আরও বলেন, “গবেষণার বাণিজ্যিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের পথ তৈরি হয়। পাশাপাশি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণায় শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। নোবিপ্রবি গবেষণায় ইতোমধ্যেই ভালো করছে—এই ধারা ধরে রাখতে হবে।” স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, র‌্

বিশ্ববিদ্যালয়ের গবেষণার অবদান নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ সচিব

সরকারি নীতিনির্ধারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কার্যকর অবদান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, “রিসার্চকে ল্যাব পর্যায় থেকে বাস্তব প্রয়োগ ও বাজার পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেন সরাসরি সরকারের নীতি প্রণয়নে সহায়তা করে।”

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র‌্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সচিব আরও বলেন, “গবেষণার বাণিজ্যিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের পথ তৈরি হয়। পাশাপাশি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণায় শিক্ষকদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। নোবিপ্রবি গবেষণায় ইতোমধ্যেই ভালো করছে—এই ধারা ধরে রাখতে হবে।”

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, র‌্যাঙ্কিং ও গবেষণার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নোবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করতে গবেষণায় নীতি সহায়তা ও কার্যকর ফলাফল জরুরি।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও প্রভোস্টরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow