বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

বিশ্ব ফুটবলের কোচিং মঞ্চে আবারও জায়গা করে নিলেন লিওনেল স্কালোনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (IFFHS) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা জাতীয় দল কোচদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের এই সফল কোচ। তার সামনে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। টানা দুই বছর তালিকার শীর্ষে থাকা লুইস দে লা ফুয়েন্তে পেয়েছেন সর্বোচ্চ ১৩৬ পয়েন্ট। স্পেনকে নিয়ে দুর্দান্ত সময় কাটানোর স্বীকৃতিস্বরূপ এই অবস্থান তার। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা, ২০২৬ বিশ্বকাপে আগাম যোগ্যতা অর্জন এবং টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি—সব মিলিয়েই শীর্ষস্থান নিশ্চিত করেছেন তিনি। তার ঠিক পরেই রয়েছেন রবার্তো মার্তিনেজ। বর্তমানে পর্তুগাল জাতীয় দলের দায়িত্বে থাকা এই স্প্যানিশ কোচ পেয়েছেন ৮৩ পয়েন্ট। আর ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্কালোনি—যিনি গত চার বছরের একটু বেশি সময়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা। স্কালোনির জন্য এটি নতুন কোনো স্বীকৃতি নয়। এর আগেও ২০২২ ও ২০২৩ সালে বিশ্বের সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ব

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

বিশ্ব ফুটবলের কোচিং মঞ্চে আবারও জায়গা করে নিলেন লিওনেল স্কালোনি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (IFFHS) প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা জাতীয় দল কোচদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের এই সফল কোচ। তার সামনে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

টানা দুই বছর তালিকার শীর্ষে থাকা লুইস দে লা ফুয়েন্তে পেয়েছেন সর্বোচ্চ ১৩৬ পয়েন্ট। স্পেনকে নিয়ে দুর্দান্ত সময় কাটানোর স্বীকৃতিস্বরূপ এই অবস্থান তার। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা, ২০২৬ বিশ্বকাপে আগাম যোগ্যতা অর্জন এবং টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি—সব মিলিয়েই শীর্ষস্থান নিশ্চিত করেছেন তিনি।

তার ঠিক পরেই রয়েছেন রবার্তো মার্তিনেজ। বর্তমানে পর্তুগাল জাতীয় দলের দায়িত্বে থাকা এই স্প্যানিশ কোচ পেয়েছেন ৮৩ পয়েন্ট। আর ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্কালোনি—যিনি গত চার বছরের একটু বেশি সময়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা।

স্কালোনির জন্য এটি নতুন কোনো স্বীকৃতি নয়। এর আগেও ২০২২ ও ২০২৩ সালে বিশ্বের সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। বড় তারকাবিহীন একটি দলকে পরিকল্পিতভাবে গড়ে তুলে ধারাবাহিক সাফল্য এনে দেওয়াই তাকে বিশ্ব ফুটবলের অভিজাত কোচদের কাতারে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে।

এই তালিকায় আর্জেন্টিনার উপস্থিতি শুধু স্কালোনিতেই সীমাবদ্ধ নয়। কলম্বিয়া জাতীয় দলের বর্তমান কোচ নেস্তর লোরেঞ্জো—যিনি নিজেও আর্জেন্টিনার সাবেক কোচিং স্টাফের অংশ ছিলেন—১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন। তার এই অবস্থানও লাতিন আমেরিকান কোচদের প্রভাবেরই আরেকটি প্রমাণ।

IFFHS প্রকাশিত ২০২৫ সালের সেরা ১০ জাতীয় দল কোচের তালিকা অনুযায়ী, ইউরোপীয় কোচদের আধিপত্য থাকলেও স্কালোনির উপস্থিতি মনে করিয়ে দেয়—সাফল্য আর ধারাবাহিকতা থাকলে বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব, মহাদেশ নির্বিশেষে।  

আইএফএফএইচএসের তালিকায় ২০২৫ সালের সেরা ১০ জাতীয় দল কোচ

  1. লুইস দে লা ফুয়েন্তে (স্পেন) – ১৩৬

  2. রবার্তো মার্তিনেস (পর্তুগাল) – ৮৩

  3. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) – ৫৯

  4. স্টালে সোলব্যাকেন (নরওয়ে) – ৪৮

  5. থমাস টুখেল (ইংল্যান্ড) – ৪১

  6. দিদিয়ের দেশঁ (ফ্রান্স) – ৩০

  7. ওয়ালিদ রেগরাগুই (মরক্কো) – ২৫

  8. তিমুর কাপাদজে (উজবেকিস্তান) – ১০

  9. নেস্তোর লোরেঞ্জো (কলম্বিয়া) – ১০

  10. হাভিয়ের আগিরে (মেক্সিকো) – ৮

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow