বিশ্বে ডলারের দাম আরও বাড়লো

1 week ago 10

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন ডলারের মূল্য ঊর্ধমুখী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম আরও বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এখন ১৫৬ ইয়েন সমান এক ডলার। অন্যদিকে ২০২৩ সালের নভেম্বরের পর ইউরোর মূল্য কমে সর্বনিম্ন হয়েছে।

মনে করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন একদিকে যেমন বাণিজ্য শুল্ক বাড়াতে পারে তেমনি অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেবেন। এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। ফলে সুদের হার কমানোর ক্ষেত্রে ধীর গতি আসতে পারে।

ইউএস ডলার সূচকে আরও শূন্য দশমিক দুই শতাংশ যোগ হয়ে ১০৬ দশমিক ৬৯ হয়েছে। যা ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

এর আগে বুধবারও ডলারের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়।

বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

Read Entire Article