বিশ্বব্যাপী প্রতি ৬ শিশুর মধ্যে একজন এখন সংঘাতপূর্ণ এবং যুদ্ধে বিধ্বস্ত অঞ্চলে বসবাস করছে, যা তাদের জীবনকে বিপদের মধ্যে ফেলছে। ২৮ ডিসেম্বর ইউনিসেফ এক বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। খবর আল-জাজিরা।
খবরটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন গাজা, সুদান এবং ইউক্রেনসহ বিশ্বের নানা এলাকায় চলমান সংঘাতে শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে। বিশেষ করে গাজায়, যেখানে ইসরায়েলি হামলায় গত ১৫ মাসে ১৭ হাজার ৪৯২ শিশু নিহত হয়েছে। এসব অঞ্চলের শিশুরা শুধু জীবন হারাচ্ছে না, তারা মানসিক ও শারীরিক নির্যাতনও ভোগ করছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ২০২৩ ছিল সংঘাতে আক্রান্ত শিশুদের জন্য অত্যন্ত দুঃখজনক বছর। ২০২৪ সালে আক্রান্ত শিশুদের সংখ্যা এবং তাদের জীবনে সংঘাতের প্রভাব আগের সব রেকর্ড ভেঙে যাবে।
তিনি জানান, শিশুদের স্কুলের বাইরে থাকা, অপুষ্টি এবং ঘরবাড়ি থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া বেড়ে গেছে। গাজার শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, ২০২৩ সালের শেষে বাস্তুচ্যুত শিশুদের সংখ্যা ছিল ৪৭.২ মিলিয়ন, যা ২০২৪ সালে আরও বেড়ে যেতে পারে। চলমান সংঘাতের কারণে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালে ২২,৫৫৭ শিশুর বিরুদ্ধে ৩২,৯৯০টি গুরুতর আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, যা সর্বোচ্চ সংখ্যা।
ইউনিসেফ জানায়, বর্তমানে শিশুদের ওপর যৌন সহিংসতা বেড়েছে, তাদের শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে, অপুষ্টির হার বাড়ছে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সশস্ত্র সংঘাত শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।
ইউনিসেফ বিশ্ব নেতাদের শিশুদের রক্ষা করতে এবং তাদের জীবন উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।