বিশ্বের চতুর্থ কোচ হিসেবে ‘৪০০’ মাইলফলকের সামনে সিমন্স

1 month ago 14

সেন্ট কিটসে কিছুক্ষণ পরই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচেই অনন্য এক মাইলফলকে পা রাখবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স।

২০ বছরের কোচিং ক্যারিয়ারে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচে দল পরিচালনা করতে যাচ্ছেন সিমন্স। তার আগে এমন কীর্তি আছে কেবল তিনজনের-ডানকান ফ্লেচার (৪৪৯), মিকি আর্থার (৪৩০) আর ডেভ হোয়াটমোর (৪১২)। অর্থাৎ বিশ্বের চতুর্থ কোচ হিসেবে চারশর ক্লাবে পা রাখতে যাচ্ছেন সিমন্স।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সিমন্সের অনুভূতি কী? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো'র সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যারিবীয় এই কোচ বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে দেখলে, আমি সংখ্যা নিয়ে ভাবার মানুষ নই। ৪০০ ম্যাচের মাইলফলক আমার জন্য বিস্ময়ের। যখন কোচিং শুরু করি, এমন কিছু মাথায় ছিল না। তবে এই মাইলফলকে পা রাখতে পারা অবশ্যই দারুণ। এটার অর্থ আমি সঠিক কিছুই করতে পেরেছি।’

সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে তার দেশ ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তার ক্যারিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে বড় সাফল্য এটাই। তবে সিমন্স এক সাফল্যে থাকতে চান না। বাংলাদেশ দলকেও অন্য এক উচ্চতায় দেখতে চান। এখনও সেই ক্ষুধাটা তার মধ্যে আছে।

সিমন্স বলেন, ‘আমার ক্ষুধাটা আসলে উন্নতি দেখার মধ্যে। দলটা (বাংলাদেশ) পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের কিছু স্থিতিশীলতা এবং গাইডেন্স প্রয়োজন। তাদের উন্নতি এবং সাফল্যের সুযোগ রয়েছে। এটাই আমার অনুপ্রেরণা।’

এমএমআর/জিকেএস

Read Entire Article