বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৫’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে উন্মোচন করেছে অনার। অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটির আনফোল্ড অবস্থায় পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় ফোনটি সহজেই বহনযোগ্য।
শুধু পাতলাতেই নয়, টেকসইত্বের দিক থেকেও অনন্য এই ফোনটি। ১০৪ কেজি ওজন বহন করে... বিস্তারিত