বিষয়ভিত্তিক ‘সেরা লেখক’ স্বীকৃতির আয়োজনের প্রস্তাব ড. ইউনূসের

3 hours ago 4

একুশের বইমেলায় প্রতিবছর বিষয়ভিত্তিক ‘সেরা লেখক’ স্বীকৃতির আয়োজনের প্রস্তাব করলেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব করেন তিনি।

তিনি বলেন, বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত ও আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করে বইমেলায় হাজির করার জন্য লেখক-লেখিকারা সারাবছর প্রস্তুতি নিতে থাকেন। নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য প্রকাশকরা অনেক আয়োজন করেন। তাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রতিবছর বিষয়ভিত্তিক ‘সেরা লেখক’ স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এ স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরালেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে।

এমইউ/এমএএইচ/এমএস

Read Entire Article