বিসিএসে মৌখিক পরীক্ষায় নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। নম্বর কমিয়ে ১০০ করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে। ৪৪তম বিসিএস থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।
সোমবার (২ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা শাখা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।
পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, নতুন কমিশন এসে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর উদ্যোগ নেওয়া হয়।
- আরও পড়ুন
প্রিলি-লিখিতের প্রশ্ন জমা দিতে ‘কড়াকড়ি’, মিশ্র প্রতিক্রিয়া
সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন
তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির প্রস্তাব অনুমোদন দিলে এটি বিজ্ঞপ্তি আকারে জারি করা হবে। ৪৪তম বিসিএসে পুনরায় যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেখানে এটি কার্যকর করা হতে পারে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের একজন কর্মকর্তা জানান, পিএসসির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। আলোচনা করে তাতে অনুমোদন দেওয়া হতে পারে।
ঠিক কী কারণে এ নম্বর কমিয়ে আনার প্রস্তাব- এমন প্রশ্নে তিনি জাগো নিউজকে বলেন, পিএসসি মনে করছে, ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার কারণে অনেকে অনিয়মের ফাঁক-ফোকর খোঁজে। লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও অনেকে মৌখিকে বেশি পেয়ে যায়। বেশি পাওয়াটা খারাপ না। কিন্তু যদি তাকে সেখানে স্পেশালি ফেভার (বিশেষ সুবিধা) করার জন্য বেশি দেওয়া হয়, সেটা খারাপ। এ খারাপ থেকে বেরিয়ে আসতে নম্বর কমানোর পথে হাঁটছে পিএসসি। সেটাই প্রস্তাবে আছে।
এএএইচ/এমএইচআর/জেআইএম