বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, তোপের মুখে পোস্ট মুছলেন ইরফান

9 hours ago 6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন অভিনন্দনের জোয়ার, ঠিক তখনই এক ‘বেফাঁস’ মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। নেটিজেনদের তীব্র তোপের মুখে শেষ পর্যন্ত সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।

গত ৩ নভেম্বর প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত নতুন পরিচালক রুবাবা দৌলা। এদিন তার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’

অভিনেতার এই মন্তব্যকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখলেও, নেটিজেনদের একটি বড় অংশ একে ‘অশালীন’ ও ‘নারীবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাদারিকে ছাপিয়ে তার বাহ্যিক সৌন্দর্যকে ইঙ্গিত করে এমন মন্তব্য কুরুচিপূর্ণ।

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কড়া ভাষায় লেখেন, ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী বা বোন (যদি থাকে) তাদের জিজ্ঞেস করুন, কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।’ তিনি অভিনেতাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ প্রথমে তার মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি লেখেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তার পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।’

তবে বিতর্ক না থামায় শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেন ইরফান। পরবর্তীতে তিনি জানান, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’

Read Entire Article