সারাদিনই গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কিংবা সরিয়ে দেয়া হতে পারে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্পষ্ট বার্তা সত্ত্বেও ফারুক আহমেদ আজ বিকেল নাগাদ বলেছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
কিন্তু পরিস্থিতির নাটকীয় মোড় নেয়, সন্ধ্যা নাগাদ বিসিবির আটজন পরিচালক ফারুক আহমেদের নামে অনাস্থা প্রস্তাব করায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে ১০ পরিচালকের আটজনই স্বাক্ষর করেন।
এরপরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, ফারুক আহমেদ আর স্বপদে বহাল থাকতে পারছেন না। অবশেষে আজ রাতেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক থেকে অব্যাহতি দেয়া হয়েছে ফারুক আহমেদকে। এনএসসি কোটায় পরিচালক না থাকলে অটোমেটিক বিসিবি সভাপতি পদ থেকে অব্যাহতি লাভ করলেন তিনি।
বিস্তারিত আসছে...
আইএইচএস/