বিসিবিকে কি সময় বেঁধে দিয়েছে আইসিসি, জানা গেল আসল তথ্য

সংবাদমাধ্যমের খবর, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে কীনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। সোমবার (১৯ জানুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ২১ জানুয়ারির মধ্যে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এরকম কোনো তারিখ নির্ধারণ করে আইসিসি কিছুই বলেনি।   এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে খেলতে অপরাগ।’ তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা তাদের অনুরোধ করি। প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে জানান। পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।’ এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশে

বিসিবিকে কি সময় বেঁধে দিয়েছে আইসিসি, জানা গেল আসল তথ্য

সংবাদমাধ্যমের খবর, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে কীনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। সোমবার (১৯ জানুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ২১ জানুয়ারির মধ্যে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এরকম কোনো তারিখ নির্ধারণ করে আইসিসি কিছুই বলেনি। 

 এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে খেলতে অপরাগ।’

তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা তাদের অনুরোধ করি। প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে জানান। পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।’

এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। ভারত সফরে যেতে অস্বীকৃতির পর বিকল্প হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে পথ ক্রমেই সংকুচিত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow