বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে কড়া হুঁশিয়ারি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা। মূলত, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দেয়ার’ জন্য বিসি

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে কড়া হুঁশিয়ারি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে।

এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা।

মূলত, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দেয়ার’ জন্য বিসিসিআইয়ের নির্দেশের পরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে। ৯ কোটি ২০ লাখ টাকায় দল পাওয়া মোস্তাফিজকে কেন ছেড়ে দিতে বলা হলো, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিসিআই।

এর প্রতিবাদে এবং নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজের বাদ পড়ার খবর নিশ্চিত করলেও এর পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভাষ্য হচ্ছে, জয় শাহের আইসিসির কাছে ধোপে টেকেনি বাংলাদেশের অনুরোধ। উল্লেখ্য, জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। তিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারির পদে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow