বাংলাদেশের ক্রিকেটে একসময় যিনি ছিলেন ‘অলরাউন্ডার আশার প্রতীক’, সেই সোহাগ গাজী এখন নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে লিখেছেন আবেদনপত্র। বরিশাল বিভাগের এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) স্কোয়াড থেকে নাম বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে লিখিতভাবে ন্যায়বিচার চেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বিসিবি সভাপতির উদ্দেশে পাঠানো চিঠিতে সোহাগ লিখেছেন, ‘আমি একসময় লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক ও এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার স্মৃতি আজও আমার গর্বের উৎস। সেই অনুপ্রেরণাতেই আমি গত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে খেলে যাচ্ছি।’
নিজের পারফরম্যান্সের তথ্যও উল্লেখ করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭ ম্যাচে ৩৬৯ উইকেট ও ৫ হাজার ১০২ রান করা সোহাগ বলেন, ‘এই পরিসংখ্যান প্রমাণ করে যে, আমি একজন ধারাবাহিক পারফর্মার ও অভিজ্ঞ অলরাউন্ডার। এনসিএল কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি আমার পেশাদার জীবনের ভিত্তি, জীবিকার উৎস এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।’
সোহাগের দাবি, বরিশাল বিভাগীয় দলের ঘোষিত স্কোয়াড থেকে তার নাম কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এতে তার পেশাগত ভবিষ্যৎ ও প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
ফিটনেস প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও লিখেছেন, ‘আমি ফিট আছি, ইতিমধ্যে সফলভাবে ফিটনেস টেস্টও দিয়েছি। আমার মতো একই মানের ফিটনেস থাকা অনেকেই এবার এনসিএলে খেলছেন। তাই আপনার ন্যায়বিচারের স্পর্শে আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে বলে আশাবাদী।’
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন। টেস্টে শতক ও একই ইনিংসে ছয় উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও তিনি।
এখন দেখা বাকি—বিসিবি সভাপতির নিকট পাঠানো তার এই আবেদনপত্রের কোনো প্রতিক্রিয়া আসে কি না, আর সেটি কতটা বদলে দেয় সোহাগ গাজীর ক্রিকেটীয় ভবিষ্যৎ।

3 hours ago
5









English (US) ·