বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে যা থাকছে

2 months ago 6

আগামীকাল ২৬ জুন পূর্ণ হবে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। সেই টেস্ট মর্যাদা লাভের রজতজয়ন্তীটাকে উৎসবমুখর ও স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় এক আনন্দ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন বিসিবি সভাপতি মো: আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে অভিষেক টেস্ট দলের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে স্মারক ব্লেজার ও ক্যাপ। হবে সংক্ষিপ্ত স্মৃতিচারণ। এছাড়া প্রথম টেস্ট দল এবং বিশিষ্ট অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক কেক কাটা ও ফটো সেশন পর্বও থাকছে।

এমএমআর/জেআইএম

Read Entire Article