বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার মশিউর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনারুল হক বলেন, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মশিউর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনারুল হক বলেন, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
What's Your Reaction?