বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়াল গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বিড়াল হত্যার অপরাধে বুলবুলি বেগমের নামে থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী একটি বিড়ালকে গলা কেটে হত্যা করছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে কঠোর নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয় এবং প্রাণীপ্রেমীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নৃশংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। ঘটনাটির সুষ্ঠু বিচার জরুরি এবং অভিযুক্ত গ্রেপ্তার হওয়া আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত।
সংগঠন জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পেরে গভীর সমবেদনা প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, দেশে সব প্রাণী যেন নিরাপদ আবাসস্থল পায়, সে লক্ষ্যে কাজ করছি। এই ধরনের নিষ্ঠুরতায় জড়িতদের কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, লিখিত অভিযোগের পরই অভিযুক্ত বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

1 day ago
11








English (US) ·