বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মো. ইয়াসিন মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে আখাউড়া থানা পুলিশ শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মো. লুৎফুর মিয়ার টিনশেডের ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে।
এর আগে রোববার গভীর রাতের কোনো এক সময় এ ফাঁস দেওয়ার ঘটনা ঘটে। ইয়াসিন মিয়া (১৭) লুৎফুর রহমানের ছেলে। প্রেম সংক্রান্ত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
মৃতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সঙ্গে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোথায় থেকে দিবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আমার ছেলের মৃতদেহ।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনমালিন্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

3 weeks ago
19









English (US) ·