বিয়ে করলেন আইমা বেগ

1 month ago 12

পাকিস্তানের সংগীতাঙ্গনের ঝলমলে নাম আইমা বেগ অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ‘কোক স্টুডিও’ খ্যাত এই গায়িকা ঘরোয়া পরিবেশে কানাডায় নিকাহ সম্পন্ন করেছেন ‘রাস্তাহ’ ব্র্যান্ডের সিইও জাইন আহমেদের সঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই খবর জানান দেন গায়িকা নিজেই। সূত্র : সিয়াসাত ডট কম

‘কাহানি শুনো’র নারী সংস্করণ গেয়ে নতুন করে আলোচনায় আসা আইমা এবার নিজের জীবনেই রচনা করলেন নতুন গল্প।
দীর্ঘদিন ধরেই আইমা ও জাইনের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট, ছুটি কাটানোর মুহূর্ত কিংবা একসঙ্গে ডিনারে দেখা—সবই ইঙ্গিত দিচ্ছিল, কিছু একটা ‘বিশেষ’ চলছে। এবার আর গুঞ্জনে থেমে থাকেননি তারা, পাকাপাকিভাবে বাঁধা পড়লেন বৈবাহিক বন্ধনে।

নিকাহ অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। তবে সেই ঘরোয়া আয়োজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ইতোমধ্যেই। ছবিতে হাস্যোজ্জ্বল নবদম্পতিকে দেখা গেছে, আর ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন দুজনই।

আইমা বেগ এর আগেও ছিলেন আলোচনায়। ২০২১ সালে অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে তার বাগদানের খবর সবার মুখে মুখে ছিল। কিন্তু ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

সংগীত ক্যারিয়ারে আইমা বেগ একের পর এক হিট উপহার দিয়েছেন। ‘মজাক রাত’ টিভি শো দিয়ে পরিচিতি পেলেও, মূলত সিনেমার গান দিয়েই তিনি জায়গা করে নেন কোটি শ্রোতার হৃদয়ে। ‘তিফা ইন ট্রাবল’, ‘চুপান চুপাই’, ‘লাহোর সে আগে’—সবই তার ক্যারিয়ারের মাইলফলক।

এদিকে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী মঞ্চে তার কণ্ঠের গর্জন যেন আজও কানে বাজে ভক্তদের। এরই মাঝে নিজের ঝুলিতে পুরেছেন ৩টি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও তামঘা-এ-ফাখরে-ইমতিয়াজ এর মতো দামি সব অ্যাওয়ার্ড ।

Read Entire Article