বিয়ে করলেন ‘বড় ছেলে’র পরিচালক মিজানুর

নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুল আলোচিত এই পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন এই জনপ্রিয় দম্পতিকে।  এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি গাঁটছড়া বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’  পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কনে তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয়। তবে, এখনই বড় কোনো আয়োজন করছেন না এই দম্পতি। সব আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মীদের নিয়ে আগামী ঈদুল ফিতরের পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প

বিয়ে করলেন ‘বড় ছেলে’র পরিচালক মিজানুর

নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুল আলোচিত এই পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন এই জনপ্রিয় দম্পতিকে। 

এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি গাঁটছড়া বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান

যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’ 

পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কনে তাহসিন তামান্নার সঙ্গে তার দীর্ঘ সাত বছরের পরিচয়। তবে, এখনই বড় কোনো আয়োজন করছেন না এই দম্পতি। সব আত্মীয়স্বজন, বন্ধু-সহকর্মীদের নিয়ে আগামী ঈদুল ফিতরের পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, অর্ধশতাধিক রোমান্টিক নাটক নির্মাণ করে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। তবে, তার পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি তাকে এনে দিয়েছে সর্বাধিক জনপ্রিয়তা এবং দর্শক মহলে তৈরি হয়েছে বিশাল পরিচিতি। নতুন জীবনের শুরুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন এই জনপ্রিয় দম্পতিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow