বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেবের বয়স এখন বিয়াল্লিশ। রাজনীতি ও অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিগত জীবন নিয়েও তিনি থাকেন আলোচনায়। বিশেষ করে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার সম্পর্কের রসায়ন কারও অজানা নয়। ভক্ত থেকে শুরু করে পরিবারের চাওয়া—দ্রুতই চার হাত এক হোক তাদের। কিন্তু কবে বাজবে বিয়ের সানাই? এ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ রুক্মিণী। সম্প্রতি ‘সংগীত বাংলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রুক্মিণী মৈত্র বলেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবেন।’ তবে পরক্ষণেই মজার ছলে তিনি যোগ করেন, ‘কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে...।’ এদিকে এর আগে ‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান হতে চান? জবাবে দেব সাফ জানিয়েছিলেন, তিনি কোনো খান হতে চান না, দেব হয়েই ভালো আছেন। তবে বিয়ে প্রসঙ্গে তার ভাষ্য ছিল স্পষ্ট। দেব বলেছিলেন, ‘বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন।’ উল্লেখ্য, দেবের হাত ধরেই ২

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা
টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেবের বয়স এখন বিয়াল্লিশ। রাজনীতি ও অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিগত জীবন নিয়েও তিনি থাকেন আলোচনায়। বিশেষ করে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার সম্পর্কের রসায়ন কারও অজানা নয়। ভক্ত থেকে শুরু করে পরিবারের চাওয়া—দ্রুতই চার হাত এক হোক তাদের। কিন্তু কবে বাজবে বিয়ের সানাই? এ নিয়ে এবার মুখ খুলেছেন খোদ রুক্মিণী। সম্প্রতি ‘সংগীত বাংলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রুক্মিণী মৈত্র বলেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবেন।’ তবে পরক্ষণেই মজার ছলে তিনি যোগ করেন, ‘কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে...।’ এদিকে এর আগে ‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান হতে চান? জবাবে দেব সাফ জানিয়েছিলেন, তিনি কোনো খান হতে চান না, দেব হয়েই ভালো আছেন। তবে বিয়ে প্রসঙ্গে তার ভাষ্য ছিল স্পষ্ট। দেব বলেছিলেন, ‘বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন।’ উল্লেখ্য, দেবের হাত ধরেই ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। পর্দার এই জুটি বাস্তবেও যে গভীর সম্পর্কে রয়েছেন, তা তাদের বিদেশ ভ্রমণ আর নানা সময়ের খুনসুটিতে স্পষ্ট। প্রসঙ্গত, ২০২৪ সালে গুগল সার্চে দেব ও রুক্মিণীকে ‘বিবাহিত’ দেখানো এবং তাদের একটি সন্তান রয়েছে বলে যে তথ্য এসেছিল, তা নিয়ে ভক্তদের মাঝে বেশ বিভ্রান্তি ছড়িয়েছিল। তবে তারকা জুটি তখন বিষয়টি নিছক ভুল বা গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছিলেন। এবার তারা সত্যিই কবে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন, সেটাই দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow