বিয়েতে দাওয়াত না দেওয়ায় বিতণ্ডা, প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

4 months ago 20

পটুয়াখালীতে বিয়ে বাড়িতে দাওয়াত না দেওয়ায় প্রতিবেশীর হামলায় নীলিমা রানী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য ধরান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নীলিমা রানী মধ্য ধরান্দি গ্রামের সুনীল সিকারির স্ত্রী।

স্থানীয়রা জানায়, গত সপ্তাহে নীলিমা তার নাতনির বিয়ে দেন। বিয়েতে নিমন্ত্রণ না দেওয়ার কারণ জানতে চান প্রতিবেশী রণজিৎ রায়। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে রায় পরিবারের কয়েকজন নীলিমার বাড়িতে এসে হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের থামাতে গেলে লাঠির আঘাতে গুরুতর আহত হন নীলিমা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুমিত সিকারি বলেন, সকালে ১০-১২ জন লোক এসে হঠাৎ আমাদের ওপর আক্রমণ চালায়। এ সময় আমার মা আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কমলাপুর ইউনিয়নের মেম্বার মো. মনির সিকদার জানান, বিয়েতে নিমন্ত্রণ না রণজিৎ-নীলিমার মধ্যে বাগবিতণ্ডা হয়। মঙ্গলবার বিষয়টি নিয়ে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লাঠির আঘাতে গুরুতর আহত হন নীলিমা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

Read Entire Article