বিয়েতেই আস্থা শ্রাবন্তীর

2 months ago 4

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার লাস্যময়ী রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন লাখো দর্শকের হৃদয়। তবে এ অভিনেত্রী কাজ নিয়ে যতটা না আলোচনায় থাকেন, তার থেকে বেশি সমালোচিত হন ব্যক্তিগত জীবন নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। তিনবার সংসার ভাঙলেও এখনো বিয়েতেই আস্থা রাখেন এই সুন্দরী।  

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘আমি এখনো বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছ্বতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটা তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।’

তবে অভিনেত্রীর জীবনে সংসার কেন স্থায়ীত্ব লাভ করেনি এমন  প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার যেটা ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটা হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল। আসলে আমি তো খুব ইমোশোনাল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তবতা দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। আমি বলব নিজের ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত।’

শ্রাবন্তী আরও বলেন, একটাই জীবন, তাই লোকে কী বলছে না বলছে, সেটা দেখে এগিয়ে যাওয়া উচিত নয়। নিজের মন যেটা বলছে, যেটা করলে আপনার ধারণা আপনার ভালো হবে, সেটাই করা উচিত।’

উল্লেখ্য, খুব ছোট বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই বিয়ে সূত্রেই ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুকে জন্ম দেন তিনি। তারপর অবশ্য ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর শ্রাবন্তী ফের প্রেমে পড়েন, ফের বিয়ের পিঁড়িতে বসেন কৃষাণ ব্রিজের সঙ্গে। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ১ বছর। তারপর ফের তৃতীয় বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু এখানেও বছর না ঘুরতেই আলাদা হয়ে যায় দুজনের ছাঁদ এবং চলতি বছরের এপ্রিল মাসে  আইনিভাবে আলাদা হয়ে যান রোশন-শ্রাবন্তী। 

বর্তমানে শ্রাবন্তী ব্যস্ত রয়েছেন ‘দেবী চৌধুরানি’ সিনেমা নিয়ে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র। শ্রাবন্তীর পাশাপাশি এ ছবিতে অভিনয় করেছেন প্রসেঞ্জিত চ্যাটার্জি, দর্শনা বণিক, অ্যালেক্স ও'নেলসহ আরও অনেকে। 

Read Entire Article