বিয়েবাড়িতে নাচতে ভারত এলেন জেনিফার লোপেজ
বিয়েবাড়িতে নাচতে ভারত এলেন হলিউডের জেনিফার লোপেজবিনোদন ডেস্কঅভিনেত্রী ও গ্লোবাল পপ সেনসেশন জেনিফার লোপেজ। উড়িপুরে ভারতের নেত্রা মান্তেনা ও উদ্যোক্তা ভমসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ভারতে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি নাচের তালে গান পরিবেশন করবেন। নেত্রা মান্তেনা হলেন অরল্যান্ডো ভিত্তিক বিলিয়নিয়ার ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও পদ্মজা ও রমা রাজু মান্তেনার কন্যা। ভারতের বিমানবন্দরে পা রেখেই পাপারাজ্জিদের মুখে পড়েন তিনি। এসময় তাদের প্রতি জেনিফার লোপেজ হাতে হাত নাড়েন এবং ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। দীর্ঘ বাদামী ফার কোট ও সানগ্লাসে দেখা যায় অভিনেত্রীকে। আরও পড়ুনমিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ মৃত্যুর ২৮ বছর পর সেই পোশাক পরে প্যারিসে ফিরলেন প্রিন্সেস ডায়ানা জানা গেছে আলোচিত সেই বিয়ের আয়োজন শুরু হয়েছে ২১ নভেম্বর। উড়িপুরের দি লেলা প্যালেসে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আয়োজন। জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারও এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন। প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফা
বিয়েবাড়িতে নাচতে ভারত এলেন হলিউডের জেনিফার লোপেজ
বিনোদন ডেস্ক
অভিনেত্রী ও গ্লোবাল পপ সেনসেশন জেনিফার লোপেজ। উড়িপুরে ভারতের নেত্রা মান্তেনা ও উদ্যোক্তা ভমসি গাদিরাজুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ভারতে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি নাচের তালে গান পরিবেশন করবেন। নেত্রা মান্তেনা হলেন অরল্যান্ডো ভিত্তিক বিলিয়নিয়ার ও ইঞ্জেনাস ফার্মাসিউটিক্যালসের সিইও পদ্মজা ও রমা রাজু মান্তেনার কন্যা।
ভারতের বিমানবন্দরে পা রেখেই পাপারাজ্জিদের মুখে পড়েন তিনি। এসময় তাদের প্রতি জেনিফার লোপেজ হাতে হাত নাড়েন এবং ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। দীর্ঘ বাদামী ফার কোট ও সানগ্লাসে দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুন
মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ
মৃত্যুর ২৮ বছর পর সেই পোশাক পরে প্যারিসে ফিরলেন প্রিন্সেস ডায়ানা
জানা গেছে আলোচিত সেই বিয়ের আয়োজন শুরু হয়েছে ২১ নভেম্বর। উড়িপুরের দি লেলা প্যালেসে সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আয়োজন। জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারও এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন।
প্রথমদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং, শহিদ কাপুর, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়া ডাচ ডি.জে ও প্রযোজক তিয়েস্তো অতিথিদের বিনোদন দিয়েছেন।
বিয়ে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে উড়িপুরের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে। এক ক্লিপে দেখা গেছে ফিল্মমেকার করণ জোহর অনুষ্ঠানের হোস্টের দায়িত্বে রয়েছেন। অন্য ক্লিপে রণবীর সিং ‘আঁখ মারে’ এবং ‘হোয়াট ঝুমকা?’-র মতো গান বাজিয়ে অতিথিদের নৃত্যে অংশ নিতে উৎসাহিত করছেন।
তাদের ভিড়ে জেনিফার লোপেজের উপস্থিতি বিয়ের অনুষ্ঠানটিকে নতুন করে আলোচনায় এনেছে।
এলআইএ
What's Your Reaction?