বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক

  বিয়ের আগে ত্বকের জন্য একটু বাড়তি যত্ন নেওয়াই স্বাভাবিক। এ সময় অনেকেই ত্বকের যত্নে ঘরোয়া প্যাকের ওপর বেশি ভরসা রাখেন। বিশেষ করে শীতকালে, যখন বাজারে সহজেই টাটকা গাজর পাওয়া যায়, তখন ত্বকের যত্নে এই উপাদানটি হতে পারে দারুণ কার্যকর। গাজর শুধু ত্বকের নানা সমস্যা কমাতেই সাহায্য করে না, বরং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়ায়। তাই প্রতিদিন খাদ্যতালিকায় গাজর রাখার পাশাপাশি চাইলে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে ত্বক থাকবে হাইড্রেটেড, কমবে র‍্যাশ ও চুলকানির সমস্যা। ত্বকে পর্যাপ্ত কোলাজেন না থাকলে সহজেই বলিরেখা, দাগছোপ বা নিষ্প্রভ ভাব দেখা দিতে পারে। কিন্তু নিয়মিত গাজর ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। সাধারণ ফেসপ্যাকের বদলে যদি গাজরভিত্তিক প্যাক ব্যবহার করা হয়, তাহলে বিয়ের আগেই ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত। প্রাকৃতিক এই উপাদানটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং বিয়ের দিনের জন্য ত্বকে আনে স্বাভাবিক উজ্জ্বলতা গাজরের উপকারিতা গাজরে থাকা বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি ত্বকের জন্য ভীষণ উপকারী। বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা ত্বকের কোষ গঠ

বিয়ের আগে ত্বক উজ্জ্বল করবে গাজরের ফেসপ্যাক

 

বিয়ের আগে ত্বকের জন্য একটু বাড়তি যত্ন নেওয়াই স্বাভাবিক। এ সময় অনেকেই ত্বকের যত্নে ঘরোয়া প্যাকের ওপর বেশি ভরসা রাখেন। বিশেষ করে শীতকালে, যখন বাজারে সহজেই টাটকা গাজর পাওয়া যায়, তখন ত্বকের যত্নে এই উপাদানটি হতে পারে দারুণ কার্যকর।

গাজর শুধু ত্বকের নানা সমস্যা কমাতেই সাহায্য করে না, বরং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বাড়ায়। তাই প্রতিদিন খাদ্যতালিকায় গাজর রাখার পাশাপাশি চাইলে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে ত্বক থাকবে হাইড্রেটেড, কমবে র‍্যাশ ও চুলকানির সমস্যা।

ত্বকে পর্যাপ্ত কোলাজেন না থাকলে সহজেই বলিরেখা, দাগছোপ বা নিষ্প্রভ ভাব দেখা দিতে পারে। কিন্তু নিয়মিত গাজর ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। সাধারণ ফেসপ্যাকের বদলে যদি গাজরভিত্তিক প্যাক ব্যবহার করা হয়, তাহলে বিয়ের আগেই ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত। প্রাকৃতিক এই উপাদানটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং বিয়ের দিনের জন্য ত্বকে আনে স্বাভাবিক উজ্জ্বলতা

der

গাজরের উপকারিতা
গাজরে থাকা বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি ত্বকের জন্য ভীষণ উপকারী। বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা ত্বকের কোষ গঠনে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখে। অন্যদিকে ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

এই দুই উপাদান একসঙ্গে মিলে ত্বকের প্রদাহ কমায়, লালচে ভাব ও জ্বালা প্রশমিত করে এবং ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখে। নিয়মিত ব্যবহারে গাজর ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে কিছুটা সুরক্ষা দেয়।
আসুন জেনে নেওয়া যাক শীতের সময়ে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে গাজর দিয়ে তৈরি কয়েকটি সহজ ঘরোয়া ফেসপ্যাকের কথা-

১. গাজর ও মধুর ফেসপ্যাক
একটি গাজর ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ ও গলায় ভালোভাবে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং গাজর ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। শুষ্ক ত্বকের যত্নে এই ফেসপ্যাক খুবই উপকারী। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।

dert

২. টকদই ও গাজরের ফেসপ্যাক
গাজরের পেস্ট থেকে রস ছেঁকে নিন। ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে সামান্য শসার রস এবং ১ চামচ টকদই ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ফেটিয়ে মুখে লাগান এবং ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের এক্সফোলিয়েশনের কাজ করে, মৃত কোষ ও ময়লা দূর করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।

৩. গাজর ও বেসনের ফেসপ্যাক
১ চামচ গাজরের পেস্ট, এক চামচ দুধ এবং ২ চা চামচ বেসন একসঙ্গে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে প্রায় ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক থেকে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে এবং ট্যান কমাতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য এটি বিশেষভাবে উপযোগী।

নিয়মিত এই ফেসপ্যাকগুলো ব্যবহার করলে বিয়ের সময় ত্বক থাকবে নরম, পরিষ্কার ও স্বাভাবিকভাবে উজ্জ্বল।

 সূত্র: বি বিউটিফুল ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
বিয়ের আগে ত্বক উজ্জ্বল রাখতে বাড়িতে বানান আফটার শেভ লোশন 
শীতে বিয়ের মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow