ঘটনাটি বেদনার, তবে মজারও! বিয়ের আসরে সেজে পাশাপাশি বসে আছেন বর-কনে। পুরো বাড়ি সাজানো। দুই পরিবারের স্বজনরাও হাজির। অপেক্ষা শুধু কলেমা পড়ানো কাজীর জন্য।
অথচ কাজীর বদলে দলে-বলে মারণাস্ত্র নিয়ে হাজির ডাকাত নেতা শিবলু। যে দলে রয়েছে আবার প্রকাশ নামের এক গায়ক। ডাকাত নেতার অনুমতি নিয়ে গান ধরেন সহযোদ্ধা প্রকাশ। গেয়ে ওঠেন- তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো/ তুমি চুইয়া চুইয়া খাইয়োগো বন্ধু মনে লয় যত/ কামড়াইয়া খাইয়ো না বন্ধু হাভাইত্তার মতো...!
এরপর ঘটতে থাকে নানান রোমাঞ্চকর ঘটনা। একটা সময় বর ভয় পেলেও কনে মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করেন ডাকাতদের গানের তালে! এমনই এক মজার ও থ্রিলার ঘরানার গানচিত্র নির্মাণ করেছেন ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু। যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন গাত-অভিনেতা ‘সাদা সাদা কালা কালা’খ্যাত শিবুল। সঙ্গে ছিলেন গায়ক প্রকাশ কুমার বণিক।
৫ ডিসেম্বর রাতে ‘ভালোবাসো যতো মনে লয়’ নামে সিনেমার মতো এই গানচিত্রটি প্রকাশ করেছে গানচিল মিউজিক। প্রকাশের পর থেকে মিলছে শ্রোতা-দর্শকদের কাছ থেকে মুগ্ধ-বার্তা।
গানটির কথা ও সুর করেছেন প্রকাশ কুমার বণিক। সুর-সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি।
গানচিত্রটি প্রসঙ্গে প্রকাশের ভাষ্য এমন, ‘কৃতজ্ঞ গানচিল মিউজিকসহ গানটির সঙ্গে যুক্ত সবার প্রতি। আমি মনে করি, এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। দারুণ সাড়া পাচ্ছি। আরাম পাচ্ছি।’