বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় আহত নববধূ, হাসপাতালেই হলো বিয়ে 

বিয়ের দিন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে মেকআপ নিতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের কেরালার এক নববধূ। গুরুতর আঘাত হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, ফলে তাদের বহু প্রতীক্ষিত বিয়ে চরম অনিশ্চয়তা দিকে ধাবিত হয়। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে অবাক করে দিয়ে, এক অনন্য নজির স্থাপন করে হবু স্বামী। হাসপাতালেই সম্পন্ন করলেন বিয়ের আনুষ্ঠানিকতা।  শুক্রবার (২১ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যে এই ঘটনা ঘটে। মূলত রাজ্যের থাম্বলিতে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও, ভালোবাসার টানে সেই বিয়ে হলো হাসপাতালে।  সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ জানিয়েছে, নববধূ কুমারাকুমে তার বিয়ের মেকআপ নিতে যাচ্ছিলেন। সেই সময় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেক সোর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়। যেহেতু আগেই বিয়ের তারিখ নির্ধারণ করা ছিল এবং নববধূ দুর্ঘটনায় আহত হয়েছিলেন, তাই হবু স্বামী নববধূর সম্মানে হাসপাতালেই দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এসময় চিকিৎসক, নার্স এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তারা ব

বিয়ের দিন সড়ক দুর্ঘটনায় আহত নববধূ, হাসপাতালেই হলো বিয়ে 

বিয়ের দিন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে মেকআপ নিতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের কেরালার এক নববধূ। গুরুতর আঘাত হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, ফলে তাদের বহু প্রতীক্ষিত বিয়ে চরম অনিশ্চয়তা দিকে ধাবিত হয়। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে অবাক করে দিয়ে, এক অনন্য নজির স্থাপন করে হবু স্বামী। হাসপাতালেই সম্পন্ন করলেন বিয়ের আনুষ্ঠানিকতা। 

শুক্রবার (২১ নভেম্বর) ভারতের কেরালা রাজ্যে এই ঘটনা ঘটে। মূলত রাজ্যের থাম্বলিতে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও, ভালোবাসার টানে সেই বিয়ে হলো হাসপাতালে। 

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ জানিয়েছে, নববধূ কুমারাকুমে তার বিয়ের মেকআপ নিতে যাচ্ছিলেন। সেই সময় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেক সোর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়।

যেহেতু আগেই বিয়ের তারিখ নির্ধারণ করা ছিল এবং নববধূ দুর্ঘটনায় আহত হয়েছিলেন, তাই হবু স্বামী নববধূর সম্মানে হাসপাতালেই দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।

এসময় চিকিৎসক, নার্স এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হাসপাতালে এই ব্যতিক্রমী বিয়ে হলেও, দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন। 

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নববধূ যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, তখন সম্পূর্ণ ঐতিহ্য ও রীতি অনুযায়ী আবারও আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow