বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?
দশ বছরের সম্পর্ক অবশেষে গাঁটছড়ায় বাঁধার পথে। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়ে যেন সুখের সাগরে ভাসছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে পর্তুগিজ তারকা খরচ করেছেন একগাদা টাকা—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা!
ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রস্তাব দেওয়ার পরই জর্জিনাকে একগুচ্ছ বিলাসবহুল উপহার দিয়েছেন রোনালদো। উপহারের তালিকায় রয়েছে সাদা রঙের বৈদ্যুতিক পোর্শে টাইকান ও Audemars Piguet ব্র্যান্ডের দামী হাতঘড়ি। শুধু এই দুই উপহারের দামই প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এতেই শেষ নয়—আরও একটি দামী হাতঘড়ি, ক্রিশ্চিয়ান ডিওর ও লুই ভুইতোঁর ব্র্যান্ডেড ব্যাগ, সঙ্গে নানান ডিজাইনার পোশাক ও টপসও তুলে দিয়েছেন জর্জিনার হাতে।
অবশ্য রোনালদো ও জর্জিনার বিয়ের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাবনা আছে ২০২৬ বিশ্বকাপের পর বিয়ের আসর বসার—যেটি হয়তো হবে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের শেষ নাচন।
বিয়ের প্রস্তুতি চললেও রোনালদো কিন্তু বসে নেই। এরই মধ্যে মাঠে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত রোনালদো। তার ক্লাব আল-নাসর শিগগিরই মুখোমুখি হবে আল-ইত্তিহাদের বিপক্ষে সৌদি সুপার কাপ সেমিফাইনালে। আর মাসের শেষে শুরু হবে নতুন মৌসুমের লিগ লড়াই, প্রথম ম্যাচের প্রতিপক্ষ আল-তাওয়াউন।