অথচ সেদিন পুরো পর্তুগালজুড়ে আলোচনার কেন্দ্রে হওয়ার কথা ছিল দীর্ঘ বিলম্বের পর শুরু হওয়া দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী জোসে সক্রেটিসের বিচার কার্যক্রম। কিন্তু ঠিক সেদিনই দেশবাসীকে স্তব্ধ করে দেয় এক আকস্মিক দুর্ঘটনা।
মাত্র ২৮ বছর বয়সে স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফুটবলার দিয়ওগো জোতা। বিয়ের মাত্র দুই সপ্তাহ পর প্রাণ হারান এই লিভারপুল ফরোয়ার্ড।
জোতার মৃত্যুর... বিস্তারিত