বিয়ের ৩ দিন আগে সড়কে প্রাণ গেলো যুবকের

2 months ago 7

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান মুন্না (৩৫) না‌মের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দি‌কে নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘ‌টে।

নিহত মনিরুজ্জামান মুন্না রংপুরের হারাগাছ থানার বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। শুক্রবার (২০ জুন) তার বিয়ে হওয়ার কথা ছিল।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দি‌কে নাজিমখানের ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন মনিরুজ্জামান। প‌থে এক‌টি ট্রলির চাকায় তিনি পিষ্ট হন। এসময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোকনুজ্জামান মানু/এসআর/জিকেএস

Read Entire Article