রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বলেছেন, ‘বুক অলিম্পিয়াড একটি স্বপ্ন অভিযাত্রা। যেখানে স্বপ্নের ডানা মেলার আয়োজন নিহিত। এ আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সম্ভাবনার বীজ। তরুণ প্রজন্মের মধ্যে পাঠপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি সমাজে জ্ঞাননির্ভর, প্রগতিশীল ও মানবিক মনন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। চিন্তা ও বুদ্ধির সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এবং নির্মাণের পথে এগিয়ে নিতে বুক অলিম্পিয়াড অনন্য উদ্যোগ।’
শিশু-কিশোরদের বইপড়ার অভ্যাস তৈরি করার জন্য ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বুক অলিম্পিয়াড। ১ নভেম্বর সকালে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে বুক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু।

রাজশাহী সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান দীপু বলেন, ‘বুক অলিম্পিয়াড বইপড়ার অভ্যাস গড়ে তোলার অসাধারণ উদ্যোগ। ক্লাসের বই অনেক সময় বাধ্য হয়েই পড়া হয়। বুক অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জ্ঞানের নতুন দিগন্তে নিয়ে যাবে। বইপড়া অভ্যাসই তাদের মানবিক ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলবে।’
আরও পড়ুন
৬ বছরে ১৩ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি
‘রিবিল্ডিং বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওমর আলী বলেন, ‘বাংলাদেশ বুক অলিম্পিয়াড আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ে এমন চমৎকার আয়োজন করার জন্য। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার আগ্রহ জাগিয়েছে। যা ভবিষ্যতে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন, আকতার ফারুক, সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও বাংলাদেশ বুক অলিম্পিয়াডের যোগাযোগ বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাশার মিরাজ, লেখক সুফিয়া ডেইজি প্রমুখ।
বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘সারাদেশে বুক অলিম্পিয়াডের আলো ছড়িয়ে দিতে আমরা রাজশাহীতে আয়োজন করেছি। অনুষ্ঠানের সহযোগী ছিল স্বপ্ন’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।’
এসইউ/এএসএম

15 hours ago
2









English (US) ·