বুবলীর পর এবার অপুর নায়ক সজল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন পুরোদস্তুর ব্যস্ত বড় পর্দা নিয়ে। সদ্যই চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শেষ করলেন ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। আর দম ফেলার ফুরসত নেই, চলতি মাসের মাঝামাঝিতেই শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ ও অভিজ্ঞতা রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং হয়েছে শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে। সদ্যই এর শেষ লটের কাজ সম্পন্ন করেছেন সজল। পরিচালক ও সহশিল্পী বুবলীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সজল বলেন, “পরিচালক অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আর বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল, আমাদের বোঝাপড়াটাও খুব ভালো ছিল।” কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ একটি থ্রিলার ঘরানার সিনেমা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। শুটিংয়ের আগে ইতোমধ্যেই রিহার্সাল সেরে নিয়েছেন তারা। সহশিল্পী অপু বিশ্বাস সম্পর্কে সজল বলেন, “অপু বিশ্বা

বুবলীর পর এবার অপুর নায়ক সজল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন পুরোদস্তুর ব্যস্ত বড় পর্দা নিয়ে। সদ্যই চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শেষ করলেন ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। আর দম ফেলার ফুরসত নেই, চলতি মাসের মাঝামাঝিতেই শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ ও অভিজ্ঞতা রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং হয়েছে শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে। সদ্যই এর শেষ লটের কাজ সম্পন্ন করেছেন সজল। পরিচালক ও সহশিল্পী বুবলীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

সজল বলেন, “পরিচালক অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আর বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল, আমাদের বোঝাপড়াটাও খুব ভালো ছিল।”

কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ একটি থ্রিলার ঘরানার সিনেমা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। শুটিংয়ের আগে ইতোমধ্যেই রিহার্সাল সেরে নিয়েছেন তারা।

সহশিল্পী অপু বিশ্বাস সম্পর্কে সজল বলেন, “অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন, তার অভিজ্ঞতা অনেক। তিনি ভীষণ আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ। সংলাপ ডেলিভারি খুব ভালো বোঝেন, আর তার জানার জায়গাটাও অনেক বড়।” সজল জানান, ‘দুর্বার’ সিনেমায় অনেক চমক আছে, যা দর্শকদের ভালো লাগবে।

সজল জানান, অপু বিশ্বাসের সঙ্গে ‘দুর্বার’-এর শুটিং দিয়েই তার এই বছরের কাজ শেষ হবে। তবে ভক্তদের জন্য সুখবর হলো— আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অভিনেতা বলেন, “আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। আমার কোনো তাড়াহুড়া নেই। যে চরিত্রে ভিন্নতা আছে, গল্পে নতুনত্ব আছে— সেসব কাজই করতে চাই। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow