বুমরাহর কাছ থেকে ইয়র্কার শিখছেন আর্শদীপ

3 months ago 38

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে ভারতের। প্রথম তিন ম্যাচে তারা হারিয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে। সবগুলো ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বোলাররা। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জাসপ্রীত বুমরাহ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্শদীপ সিং।

বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভার বল করে স্রেফ ৯ রান দিয়ে চার উইকেট নেন আর্শদীপ। তার ক্যারিয়ারসেরা বোলিং এটি। প্রথম ওভারেই দুই উইকেট নেন। ম্যাচ শেষে আর্শদীপ বলছেন, গত দুই ম্যাচে বল হাতে রান দিলেও পাশে ছিল দল। এখন পারফরম করতে পারায় খুশি তিনি।

আর্শদীপ বলেন, ‘আজকে আমার পারফরম্যান্সে খুব খুশি। শেষ দুই ম্যাচে একটু রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু দল যেহেতু আমার ওপরে ভরসা রেখেছিল, তাই আমাকেও তাদের সেই ভরসার মূল্য ফিরিয়ে দিতে হতো। উইকেট পেস বোলারদের জন্য বেশ ভালো ছিল, তাই আমরা চেষ্টা করেছিলাম উইকেট থেকে যতটা সম্ভব সুবিধা তুলতে।’

‘ভালো লেন্থে বোলিং করেছি, যেন ব্যাটাররা সমস্যায় পড়ে। আমাদের ব্যাটারদেরও একইরকম সমস্যা হয়েছে। দলের সব বোলাররাই ভালো পারফরম্যান্স করেছে, আশা করব এই ধারাবাহিকতা পরের লেগেও আমরা ধরে রাখতে পারব।’

এ সময় নিজের সতীর্থ পেসার বুমরাহর কাছ থেকে শেখার ব্যাপারে আর্শদীপ বলেন, ‘বোলিংয়ে এখন বুমরাহকে দেখে দেখে বেশি ইয়র্কার দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিপক্ষ দলের ব্যাটারদের চাপে রাখা যায় স্লগ ওভারে।’

আইএইচএস/এএসএম

Read Entire Article