বুমরাহরও মনে হয়েছিল পিছিয়ে ছিলেন তারা

3 months ago 39

স্রেফ ১১৯ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এর আগে কখনো এই রান করে প্রতিপক্ষের কাছ থেকে টি-টোয়েন্টিতে জয় ছিনিয়ে আনতে পারেনি তারা। রোববার রাতে অবশ্য সেটিই করে দেখিয়েছে ভারত। পাকিস্তানকে হারিয়েছে ৬ রানে।

এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেসার জাসপ্রিত বুমরাহর। ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। অথচ ম্যাচের একটা সময় অবধি তারই মনে হয়েছিল, পিছিয়ে আছে ভারত। ওখান থেকে কোন পরিকল্পনায় সফল হলেন তারা?

ম্যাচের পর আইসিসিকে বুমরাহ বলেছেন, ‘সত্যিই ভালো লাগছে। আমরা ভেবেছিলাম আমরা একটু পিছিয়ে ছিলাম। সূর্য ওঠার পর উইকেট একটু ভালো হয়ে গিয়েছিল। আমরা সত্যিই শৃঙ্খলাবদ্ধ ছিলাম। জিততে পেরে ভালো লাগছে।’

নিজের বোলিং নিয়ে বুমরাহ বলেন, ‘আমি যতটা সম্ভব সীমে হিট করার চেষ্টা করেছিলাম। আমি যতটা সম্ভব সুনির্দিষ্ট হওয়ার চেষ্টা করেছি। এতে সব ঠিকঠাক কাজ হয়েছে। এজন্য আমি খুশি।’

নিউইয়র্কে মাঠে উপস্থিত দর্শকদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমরা ভারতে খেলছি, সমর্থন পেয়ে সত্যিই খুশি। এটি মাঠে আমাদের শক্তি জোগায়। আমরা এখন ফোকাস। আমরা দুটি ম্যাচ খেলেছি এবং সত্যিই ভালো খেলেছি।’

আইএইচএস/এএসএম

Read Entire Article