বৃথা গেল সেঞ্চুরি, এবার বড় অংকের জরিমানাও গুনলেন পান্ত

3 months ago 48

রিশাভ পান্তের ভাগ্য যেন নিতান্তই মন্দ। গতকাল মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬১ বলে ১১৮ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। তার সেঞ্চুরির ওপর ভর করে ২২৭ রানের পুঁজি করেও বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হেরে গেছে লখনৌ। অর্থাৎ ঘরের মাঠ ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ১১ চার ও ৮ ছক্কায় সাজানো পান্তের সেঞ্চুরি বৃথাই গেছে।

আজ বুধবার আরও এক দুঃসংবাদ পেয়েছেন তিনি। স্লো ওভাররেটের অপরাধে পান্তকে জরিমানা করা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি।

এই মৌসুমে তৃতীয়বারের মতো ওভার রেট লঙ্ঘন করেছেন পান্ত। প্রথম ও দ্বিতীয়বার যথাক্রমে এটি ঘটেছিল ৫ ও ২৬ এপ্রিল।

আইপিএলের নিয়ম অনুযায়ী, বারবার স্লো ওভাররেটের কারণে পান্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। লখনৌর একাদশের অন্য খেলোয়াড়দের প্রত্যেককে ১২ লক্ষ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ (যেটি কম), সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

তৃতীয়বার এই অপরাধ করলেও পান্তকে সাসপেন্ড করা হয়নি, যেমনটা ২০২৪ সাল বা তার আগে করা হতো। ২০২৫ সালের আসরে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে।

তবে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি। কারণ আগের মৌসুমের নিয়মে তার নিষেধাজ্ঞা বহাল ছিল।

মঙ্গলবার লখনৌকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু। আগামীকাল বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দলটি।

এমএইচ/জিকেএস

Read Entire Article