বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

3 months ago 38

রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এরমধ্যেই কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের চারপাশে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এমন দৃশ্য দেখা যায়। বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা মোড়ে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে নই। আমাদের দুই বেলা পেট ভরে খাওয়ার জন্য পড়াশোনা করি। কোটা পুনর্বহাল করার মাধ্যমে মূলত আমাদের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে। আমরা আমাদের ভাতের অধিকার আদায় করেই এখান থেকে যাবো।

আরও পড়ুন

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আজ বৈষম্যের কোটার বিরুদ্ধে শুধু শাহবাগ নয়, সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক, চবি শিক্ষার্থীরা চট্টগ্রামে, কুবি শিক্ষার্থীরা কুমিল্লায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালে অবরোধ করাসহ সারাদেশই মূলত অকার্যকর হয়ে আছে। আমরা কোটা পুনর্বহালের আদেশ মানি না। সারাদেশের শিক্ষার্থীরা এই বৈষম্য মানে না।

এমএইচএ/এমএইচআর/এএসএম

Read Entire Article