বৃষ্টি কবে কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর

3 months ago 38

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারাদেশে থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। সপ্তাহের শেষ সময় পর্যন্ত থাকবে এ বৃষ্টিপাতের প্রবণতা। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জাগো নিউজকে জানান, আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই থেকে বৃষ্টিপাতের এ প্রবণতা কমতে পারে।

বুধবার (৩ জুলাই) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ দুইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এদিকে, গতকাল দেশের সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিনাজপুরে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

আরএএস/এমএএইচ/এএসএম

Read Entire Article