বৃষ্টি, নীলা আর কিছু না বলা শব্দ-স্মৃতি
নীলা; নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক নীল শান্তি, এক মৃদু ঢেউয়ের ছোঁয়া। মেয়েটি নরম, শান্ত স্বভাবের। চোখে চোখ রেখে কথা বলা তার কাছে যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ছোট ছোট বাধা পেরিয়ে, আপাত সাধারণ কিছু স্বপ্ন নিয়েই তার পথচলা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর আগে কত শখ, কত রঙিন কল্পনা ছিল! অথচ অজানা এক অনীহা, এক গভীর দুশ্চিন্তা তাকে ভেতরে ভেতরে নিঃশব্দ করে রেখেছিল। মনে হতো; জীবনটা হয়তো এমনই হবে; একঘেয়ে, নিরাসক্ত, নিস্তরঙ্গ।
What's Your Reaction?
