বৃষ্টিতে বন্ধ খেলা, শান্ত কি পারবেন ইতিহাস গড়তে?

2 months ago 6

গল টেস্টে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। লাঞ্চ বিরতির পর এখনও শুরু করা যায়নি ম্যাচ। দুই সেশন বাকি আছে। মুশফিক লাঞ্চের ঠিক আগে আউট হয়েছেন। এদিকে ইতিহাসের অপেক্ষায় আছেন নাজমুল হোসেন শান্ত।

মুশফিকুর রহিম তার ইনিংসে এমন ভুল মাঝেমধ্যেই করেন। দ্রুত সিঙ্গেলস নিতে যান। অনেক সময় স্টাম্পে না লাগায় বেঁচে গেছেন। তবে এবার আর রক্ষা হলো না। থারিন্ডু রথনায়েকে ভেঙে দিলেন স্টাম্প। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয় আগেভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ২৪৭ রানের।

শান্ত অপরাজিত আছেন ৮৯ রানে। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন। আর ১১ রান করতে পারলেই এলিট লিস্টে নাম লেখাবেন শান্ত। অধিনায়ক হিসেবে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়বেন শান্ত। আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়বেন দ্বিতীয়বারের মতো।

এশিয়ার মাত্র ৫ জন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। শান্ত কি পারবেন ইতিহাস গড়তে?

আজ শনিবার ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

এমএমআর/এএসএম

Read Entire Article