বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

1 month ago 15
তারোবারা (ত্রিনিদাদ) যেন রঙিন হলো রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের ব্যাটে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ ওভারের ম্যাচে ১৮১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৩৩.২ ওভারে। ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের নিয়ন্ত্রণে। দ্বিতীয় ওভারেই হাসান আলির শিকার হয়ে ফেরেন ব্র্যান্ডন কিং (১)। চতুর্থ ওভারেই হাসানের দ্বিতীয় শিকার ইভিন লুইস (৭), স্কোর তখন মাত্র ১২/২। এরপর কেসি কার্টিও (১৬) ফেরেন আবরার আহমেদের বলে, উইন্ডিজ তখন চাপে ৩৯/৩। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান রাদারফোর্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এক ওভারে শাহিন আফ্রিদিকে ১৭ রান হাঁকান। ওহেদের সঙ্গ পেয়ে গড়েন ৫০ রানের জুটি। তবে ৪৫ রান করে (৩৩ বলে, ৪ চার, ৩ ছক্কা) দলকে নব্বইয়ের ঘরে পৌঁছে দিয়ে ফেরেন মোহাম্মদ নওয়াজের বলে। এর মধ্যেই অধিনায়ক শাই হোপও (৩২) ফেরেন নওয়াজের দ্বিতীয় শিকার হয়ে। তখনো ক্যারিবীয়দের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আসেনি। তবে চেজ ও জাস্টিন গ্রিভসের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি ম্যাচ শেষ করে দেয়। চেজ অপরাজিত থাকেন ৪৯ রানে (৪৭ বল), গ্রিভস ২৬* (৩১ বল)। এর আগে পাকিস্তানের ইনিংসও ছিল ধীরগতির। ওপেনিংয়ে ৮ ওভারে ৩৭ রান তুললেও নবম ওভারে জেডেন সিলসের ডাবল-উইকেট মেইডেনে ম্যাচের মোড় ঘুরে যায়—সাইম আয়ুব (২৩) ও বাবর আজম (০) ফেরেন পরপর দুই বলে। এরপর আব্দুল্লাহ শফিক (২৬) ও মোহাম্মদ রিজওয়ান (১৬) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। হুসেইন তালাত (৩১) কিছুটা লড়াই করলেও শেষ দিকে হাসান নওয়াজের (৩৬*, ৩ ছক্কা) ঝোড়ো ব্যাটিং পাকিস্তানকে এনে দেয় লড়াই করার মতো স্কোর। ৩৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮০/৬। উইন্ডিজ বোলারদের মধ্যে সিলস সবচেয়ে সফল—৭ ওভারে ৩/২৩। চেজ, শামার জোসেফ, জেডাইয়া ব্লেডস ও গুডাকেশ মোতি পান একটি করে উইকেট। পাকিস্তানের হয়ে হাসান আলি ও মোহাম্মদ নওয়াজ নেন দুটি করে উইকেট, আবরার আহমেদের শিকার একটি। এবার সিরিজের ভাগ্য নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে, যা হবে সিরিজের সবচেয়ে জমজমাট লড়াই হওয়ার সম্ভাবনা।
Read Entire Article