বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

3 weeks ago 19

দেশে চলতি ডিসেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সারাদেশে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমছে ৮ ডিগ্রি পর্যন্ত।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১৯ তারিখের পর দেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমতে পারে। এরপর মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

সোমবার (১৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজ ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রিতে।

আরএএস/এমআরএম

Read Entire Article