বৃষ্টির জন্য আর খেলাই হলো না, অপেক্ষা বাড়লো বাংলাদেশের

1 month ago 26

চতুর্থদিনের শেষ সেশনে খেলা হলো মাত্র ১ ওভার। আরও প্রায় ২৮-২৯ ওভার খেলা হলো না। বৃষ্টির কারণে দিনের খেলার এ জায়গাতেই সমাপ্তি টানতে হলো। বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২। আরও ১৪৩ রান করতে হবে শেষ দিনে।

আজ তৃতীয় সেশনের বাকি ওভারগুলো খেলা হলে, জয়ের আরও অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারতো টাইগাররা। খেলা না হওয়ায় নিশ্চিতভাবেই অপেক্ষার প্রহর দীর্ঘ হলো টাইগার সমর্থকদের।

রাওয়ালপিন্ডিতে শেষ দিনেও কী স্বাচ্ছন্দে খেলতে পারবে টাইগাররা? আপাতত সে সম্ভাবনা কম। পাকিস্তানের এই শহরটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

তবে, দুই সেশনের খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে যদি ১৪৩ রান তুলতে পারে টাইগাররা, তাহলে প্রথমবারের মত পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ পাবে নাজমুল হোসেন শান্তর দল।

আইএইচএস/

Read Entire Article