বৃহস্পতিবার থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

1 month ago 12

বৃহস্পতিবার থেকে রাঙ্গামাটির সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন প্রশাসন ও কটেজ মালিক সমিতি।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পর্যটকগণ সাজেক ভ্রমণ করতে পারবেন। ৫ ডিসেম্বর সকাল ১০টায় পূর্বের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহর থাকবে।

বৃহস্পতিবার থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সাজেক ও পাশের এলাকায় পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহ করা হয়েছিল। তা যখন আর বাড়ানো হয়নি আর পরিস্থিতি স্বাভাবিক তাই পর্যটক সাজেক যেতে পারবে।

তিনি আরও জানান, সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

Read Entire Article